কক্সবাজারের টেকনাফের পাহাড়ে অপহৃত যুবক মাহমুদুল হককে (৩০) ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজ ঘরে ফিরেছেন।
অপহরণকারী চক্রের হাতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর ছেলেকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যুবকের মা শামসুন্নাহার।
তিনি জানান, স্থানীয় এলাকাবাসী ৫০০ থেকে ১০০০ টাকা চাঁদা তুলে ৫০ হাজার টাকা অপহরণকারীদের পাঠানো হয়। এরপরই ছেলেকে ফেরত পাঠিয়েছে। তার ছেলেকে প্রচুর মারধর ও নির্যাতন করা হয়েছে। ছেলে অসুস্থ দাবি মায়ের।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ উল্লাহ জানিয়েছেন, অপহৃত যুবক মাহমুদুল হককে ছেড়ে দেওয়ার পর ঘরে ফিরেছেন। পরিবারের পক্ষে ৫০ হাজার টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে কাকে কোথায় এ টাকা দিয়েছেন তা পরিবারের সদস্যরা বলছেন না।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, তাকে উদ্ধার করার জন্য পুলিশের দুটি দল বিভিন্ন স্থানে অভিযান করেছিল। অভিযানের চাপে পড়ে সন্ত্রাসীরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তবে মুক্তিপণের বিষয়টি তারা জানে না। যুবকের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাহমুদুল হক উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিষবনিয়া গ্রামের আলী আহমদের ছেলে।
শনিবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিষবনিয়া পাহাড়ে কঞ্চি (ছোট গাছ) কাটতে গিয়ে ওই যুবক অপহরণের শিকার হন। ঘটনার ২৪ ঘণ্টা পর মুঠোফোনে ওই যুবকের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করেছিল। সোমবার দুপুরে পরিবারের সদস্যের কাছে আবারও ফোন করে মুক্তিপনের দাবি ২০ লাখ টাকা থেকে কমিয়ে আড়াই লাখ টাকা পরিশোধের কথা বলা হয়েছিল।