ফেনীর সোনাগাজীতে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ে সিফায়েত উল্যাহ (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ অক্টোবর) ফেনী শহরের নূরীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিফায়েত উল্যাহ ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে সিফায়েত উল্যাহর চাচাতো ভাই সোহেবের নেতৃত্বে ৫-৬ জন যুবক তার বাড়িতে যায়। সে সময় সিফায়েত ভাদাদিয়া গ্রামে খালার বাড়িতে ছিলেন। সেখান থেকে রাত ১২টার দিকে ফোনে ডেকে নিয়ে ফেনী শহরের নূরীয়া পাড়ার একটি বাসায় তাকে আটকে রাখেন। পরে রাতভর শারীরিক নির্যাতন চালায় তারা।
সকালে তার বাবার মোবাইলে ফোন দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন তারা। পরে তার বাবা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে ফেনী থানায় অভিযোগ করলে পুলিশ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নূরীয়া পাড়া থেকে তাকে উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সাইফ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় অপহৃতের বাবা কেফায়েত উল্যাহ বাদি হয়ে ভাতিজা সোহেব, সহযোগী সাইফ, ফুলগাজী উপজেলার সাকিল ও আরিফসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে। অপহরণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।