করোনাভাইরাসের টিকা অন্য কোন দেশ থেকে পেতে আরও অন্তত দুই সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের উদ্যোগে ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রসচিব এ কথা বলেন।
পররাষ্ট্র সচিব বলেন, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার চেষ্টা করা হচ্ছে। তবে প্রক্রিয়া শেষে টিকা আসতে দুই সপ্তাহ সময় লাগবে। এর আগে অন্য কোন দেশ থেকে টিকা আসছে না।
এদিকে করোনা টিকা নিয়ে চীনের উদ্যোগে ছয় দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যোগ দেন। মঙ্গলবার দুপুর ২টায় ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ, চীন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রীরা যোগ দেন। বৈঠক শেষে ড. মোমেনের বাসভবনে সাংবাদিকদের পররাষ্ট্র মন্ত্রী ও সচিব বিষয়টি অবহিত করেন।