আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশের মঞ্চে ডেঙ্গু ইস্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে একহাত নিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷
সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মেয়রকে উদ্দেশ্য বেশ কিছু কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
বক্তৃতার শুরুতে উপস্থিত নেতাদের নাম বলার সময় মেয়র আতিকুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘মেয়র সাহেবও আছেন উত্তরের। আল্লাহ জানে ডেঙ্গু মশায় কী করে! কী, ডেঙ্গু থামছে? মেয়র সাহেব! নকল ওষুধ আইনেন না। ভালো ওষুধ আনেন। মানুষ অস্থির হয়ে গেছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আপনি (আতিকুল ইসলাম) দৌড়াদৌড়ি করেন ভালো, ছোটাছুটি করেন ঠিক আছে। ঠিক মতো এই মশারে আঘাত করেন, মানুষ বড় কষ্টে আছে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার রাতের ঘুম হারাম মানুষের কথা চিন্তা করে।’
দ্রব্যমূল্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম বেশি। কিন্তু বলেন তো, একটা মানুষও না খাইয়া মরছে? শেখ হাসিনা মানুষের জন্য আছেন। কাউকে না খেয়ে মরতে দেবেন না। মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে, মুক্তিযুদ্ধ বাঁচবে।’