জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবজাদ হোসেন চৌধুরী ৯ অক্টোবর ২০২৩ রাত ৯টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহী রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
পারিবারিক সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, অধ্যাপক আবজাদ হোসেন চৌধুরী ২০০৩ সালে অবসর গ্রহণ করার পর ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসাতে পরিবারের সকলকে নিয়ে সময় কাটাচ্ছিলেন ।
মরহুমের প্রথম নামাজের জানাজা আজ ১০ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় এলিফ্যান্ট রোডের বায়তুল মামুর মসজিদে অনুষ্ঠিত হবে।
এরপর অধ্যাপক আবজাদ হোসেন চৌধুরীকে সকাল ১১টার পূর্বেকার কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে সামনে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হবে।
পরবর্তীতে মরহুম অধ্যাপক আবজাদ হোসেন চৌধুরীকে তার নিজ গ্রাম রংপুর শহরের দামোদরপুরে নেয়া হবে। সেখানে স্থানীয় মসজিদে বাদ মাগরিব অনুষ্ঠিত হবে দ্বিতীয় নামাজের জানাজা।
এরপর পরই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, অধ্যাপক আবজাদ হোসেন চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরীর বড় ভাই।
এছাড়া তিনি ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের ১৯ ব্যাচের প্রাক্তন ছাত্রী মৌসুমী চৌধুরীর বাবা ও অর্থনীতি বিভাগের বর্তমান প্রফেসর আশরার চৌধুরীর বড় চাচা।
শোক প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক আবজাদ হোসেন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইয়ুথ ফোরাম বাংলাদেশের এডভাইজার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের প্রাক্তন ছাত্র রেজাল্ট করিম হাশমি (রোহান) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীগণ। শোক বার্তায় তারা বলেন, অধ্যাপক আবজাদ হোসেন চৌধুরী ছিলেন একজন নিবেদিত প্রাণ। ভূগোলবিদ ও দক্ষ সার্ভে শিক্ষক হিসেবে তাঁর দেশব্যাপী খ্যাতি ছিল। তারা আল্লাহর কাছে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে তাঁর তিন কন্যাসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।