দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। আফগানিস্তানকে স্রেফ ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। টাইগারদের এমন জয়ের পর সুখবর দিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শ্রীলঙ্কাকে টপকে আবারও ওয়ানডে র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে সাকিব আল হাসানের দল।
এশিয়া কাপে ব্যর্থতার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডে বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এর ফলে আট নম্বরে নেয়ে যায় টাইগাররা। বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলেও এক ম্যাচ পরেই নিজেদের হারানো স্থান ফিরে পেল সাকিব বাহিনী।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার সমান ৯২ রেটিং পয়েন্ট থাকলেও নেট পয়েন্টে পিছিয়ে থাকায় আটে নেমে যায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশে পয়েন্ট দাঁড়িয়েছে ৯৩। অপরদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে ৯১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে শ্রীলঙ্কা।
শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। যথারীতি শীর্ষে আছে ২০২৩ বিশ্বকাপের স্বাগতিক দল ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।