আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম আসরের। আজ বিশ্বকাপের তৃতীয় দিনে দ্বিতীয় ম্যাচে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এদিন খেলতে নেমে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড বই তোলপাড় করে প্রোট্রিয়া ব্যাটাররা। তিন সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৪২৮ রানের বিশ্বরেকর্ড সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪.৫ বলে ৩২৬ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। এতে ১০২ রানের বিশাল জয় দিয়ে বিশ্বকাপের নিজেদের মিশন শুরু করল প্রোট্রিয়া।
দক্ষিণ আফ্রিকার দেওয়া ৪২৯ রানের লক্ষ্যে শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে আসে কুশল পেরেরা ও পাথুম নিসাঙ্কা। তবে শুরুটা ভালো করতে পারেননি লঙ্কানরা। দলীয় ১ রানে শুন্য করে সাজঘরের পথ ধরেন নিসাঙ্কা। এরপর দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসের ব্যাটে শুরুর ধাক্কা সামল দেন শ্রীলঙ্কা। কুশল পেরেরা ও মেন্ডিসের জুটিতে যোগ করেন ৬৬ রান। তবে দলীয় ৬৭ রানে পেরেরা ৭ করে আউট হলে ভাঙে এই জুটি।
এরপর তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে আবারও জুটি গড়ে এগোতে থাকে মেন্ডিস। এরপর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারায় লঙ্কানরা। দলীয় ১০৯ রানের মাথায় পেরেরার বিদায়ে বড় হোচট খায় শ্রীলঙ্কা। ৪২ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার। এরপর চারিথ আসালাঙ্কা মাঝে কিছুটা স্বস্তি দিলেও তিনিও ফেরেন সাজঘরে। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৬৫ বলে ৭৯ রান।
এরপর অধিনায়ক দাসুন শানাকা লোয়ার অর্ডার ব্যাটরদের নিয়ে লড়াই করলেও তা শুধু হারের ব্যবধানে কমিয়েছে। ৬২ বলে ৬৮ রানের ইনিংস খেলে দলীয় ২৯১ রানে সাজঘরে ফেরেন শানাকা। তার বিদায়ে পর দলীয় ৩২৬ রানে থামে শ্রীলঙ্কা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ১০ রানে ৫ বলে ৮ রানে আউট হন প্রোটিয়া অধিনায়ক। এরপর ক্রিজে আছেন রাসি ভ্যান ডুসেন। তাকে সঙ্গে নিয়ে ২০৪ রানের জুটি করেন কুইন্টন ডি কক। কুইন্টন ডি কক তার শতরান পূর্ণ করে আউট হন। দলীয় ২১৪ রানে ৮৪ বলে ১০০ রান করে আউট হন ডি কক।
তৃতীয় উইকেটে ক্রিজে আসা এইডেন মার্করামকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রেখে শতক পূর্ণ করেন ভ্যান ডুসেন। দলীয় ২৬৪ রানে ১১০ বলে ১০৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসা হেনরি ক্লাসেনকে সঙ্গে নিয়ে মারমুখি ব্যাটিং করতে থাকেন মার্করাম। তবে দলীয় ৩৪২ রানে ২০ বলে ৩২ রান করে ফিরে যান ক্লাসেন।
এরপর ৪৯ বলে শতক পূর্ণ করেন মার্করাম। যা ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতক। দলীয় ৩৮৩ রানে ৫৪ বলে ১০৬ রান করে আউট হন মার্করাম। পরে ক্রিজে আসা মার্কো জানসেনকে সঙ্গে নিয়ে ইনিংস শেষ করে আসেন ডেভিড মিলার। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় প্রোট্রিয়ারা। সেই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথম এক ইনিংসে তিন ব্যাটারের শতকের অনন্য ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা।