২০১০ সালের এশিয়ান গেমসের ক্রিকেটে স্বর্ণ জয়ের মাধ্যমে বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছিলেন সাব্বির রহমানরা। তবে দীর্ঘ ১৩ বছর পর আবারো এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের স্বপ্ন দেখছে সাইফ হাসানের দল। বাংলাদেশ নারী ক্রিকেট দল এবারের এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। আজ পদক পাওয়ার মিশনে মাঠে নেমেছিল পুরুষ ক্রিকেট দল। মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে শেষ ওভারের নাটকীয়তায় ২ রানের জয়ে শেষ চারে বাংলাদেশ।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টাইগাররা আজ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল মালয়েশিয়াকে। কোয়ার্টার ফাইনালে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক। ব্যাট হাতে নির্হদ্রাইত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১১৬।
বাংলাদেশের দেয়া ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের অনেকটা নিকটেই পৌঁছে গিয়েছিল মালয়েশিয়া। জয়ের জন্য তাদের চার উইকেট হাতে রেখে শেষ দুই ওভারের দরকার ছিল দশ রান।
উনিশ তম ওভারে রিশাদ হাসান ৫ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। ফলে জয়ের জন্য মালয়েশিয়ার শেষ ওভারে প্রয়োজন ছিল আরও ৫ রান, হাতে ছিল আরও তিন উইকেট। তবে বিশ তম ওভারে আফিফ হোসেনের নৈপূণ্যে তা করা সম্ভব হয়নি মালয়েশিয়ার। টাইগার বোলার আফিফ প্রথম তিনটি বলই দেন ডট, এরপর চতুর্থ বলে তুলে নেন একটি উইকেট।
ফলে শেষ দুই বলে জয়ের জন্য মালয়েশিয়ার দরকার ছিল ৫ রান। তবে আর মাত্র দুই রান দিয়েই নিজের ওভার শেষ করেন আফিফ। ফলে ২ রানের নাটকীয় এক জয় পায় বাংলাদেশ। এ জয়ে এশিয়ান গেমসের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।