২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি মারা যান বলিউড সুপারস্টার শ্রীদেবী। তার হঠাৎ মৃত্যুতে নড়ে উঠেছিল বলিউড। অনেকে তার মৃত্যু নিয়ে তুলেছিলেন প্রশ্ন। অস্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছিলেন তারা। শ্রীদেবীর স্বামী বলিউড প্রযোজক বনি কাপুর জানিয়েছেন, স্বাভাবিক মৃত্যু হয়নি শ্রীদেবীর।
ভারতীয় সংবাদয়ামধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বনি কাপুর বলেন, ‘এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা দুর্ঘটনায় মৃত্যু। আমি চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ প্রায় ৪৮ ঘণ্টা আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্ত কর্মকর্তা আমাকে বলেছিলেন, এটা সহ্য করতে হবে। কারণ ভারতীয় মিডিয়ার অনেক চাপ রয়েছে। আমাকে বিভিন্ন টেস্ট করানো হয়েছিল, এমনকি লাই ডিক্টেটর (মিথ্যা শনাক্ত করা) টেস্টও করেছিল। সবশেষে রিপোর্ট আসে যে, এটা দুর্ঘটনা ছিল।’
সৌন্দর্য হারানোর ভয়ে থাকতেন শ্রীদেবী। এমনটা উলেখ করে তিনি বলেন, ‘সুন্দরী থাকার জন্য সে বরাবরই উন্মুখ ছিল। সে সবসময় চাইতো, তাকে যেন পর্দায় ঠিকঠাক দেখা যায়। আমার সঙ্গে বিয়ের পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে সে কয়েকবার অচেতন হয়ে গিয়েছিল। তখন ডাক্তার বলেছিল, তার লো ব্লাডপ্রেসারের সমস্যা রয়েছে।’
শ্রীদেবী বলিউডে পা রেখেছিলেন ১৯৭৮ সালে। সোলভা সাওয়ান’ ছবির মাধ্যমে এ অভিষেক হয়েছিল তার। পাঁচ দশকেরও বেশি সময় ধরে পর্দায় দ্যুতি ছড়িয়েছেন তিনি। তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ও হিন্দি ভাষায় ৩০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন এ অভিনেত্রী।