বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্য নির্মম ও নিষ্ঠুর। তার চিকিৎসা মানবিক ও নাগরিক অধিকার।
সোমবার (২ অক্টোবর) বিকেলে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন।
মঞ্চের নেতারা বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনৈতিক দর কষাকষির কোনো সুযোগ নেই। চিকিৎসা পাওয়ার মানবিক অধিকার খর্ব করে তার স্বাস্থ্যগত যে কোনো পরিস্থিতি ও ঝুঁকির দায় পুরোপুরি সরকারকে বহন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বায়ক ইমরান ইমন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী— গণতন্ত্র মঞ্চের পরবর্তী সমন্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।