২০১০ সালের এশিয়ান গেমসের ক্রিকেটে স্বর্ণ জয়ের মাধ্যমে বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছিলেন সাব্বির রহমানরা। তবে দীর্ঘ ১৩ বছর পর আবারো এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের স্বপ্ন দেখছে সাইফ হাসানের দল। বাংলাদেশ নারী ক্রিকেট দল এবারের এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। এখন পদক পাওয়ার মিশনে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।
এশিয়ান গেমসে এবার সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ। সেই মিশন শুরু হবে আগামী ৪ অক্টোবর। চীনের হাংজুতে কোয়ার্টার ফাইনালে কাদের বিপক্ষে লড়বে টাইগাররা তা এতোদিন আজানা ছিল। তবে আজ সেই প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে।
কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মালয়েশিয়া। যারা আগামী ৪ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবে। মালয়েশিয়া গ্রুপ পর্বে সিঙ্গাপুর ও থাইল্যান্ডকে দাপটের সঙ্গে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে।
কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারালে বাংলাদেশ চলে যাবে নূন্যতম একটি পদক পাওয়ার দ্বারপ্রান্তে। যেখানে সেমিফাইনালে ভারত ও নেপালের মধ্যকার জয়ী দলের বিপক্ষে খেলবে আফিফ হোসেনরা।
অন্য দুই কোয়ার্টার ফাইনালে পাকিস্তান-হংকং এবং শ্রীলংকা-আফগানিস্তান মুখোমুখি হবে। আগামীকাল থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর।
বাংলাদেশ স্কোয়াড:
পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী, সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান, জাকির আলী অনিক, নাহিদ রানা, রিপন মন্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন।