লর্ডসে জস বাটলারের স্টাম্প ভাঙার মধ্য দিয়ে নাটকীয়ভাবে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে কাঁদিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল ইয়ং মরগানের দল। সেসব কিছু এখন অতীত, সময় পেরিয়ে এবার আরেকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি দশটি দেশের সামনে। আগামী ৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। তবে এর আগে ৪ অক্টোবর জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু আজ ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, এবারের বিশ্বকাপে থাকবে না কোন ধরনের উদ্বোধনী অনুষ্ঠান।
ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য এক আয়োজন করার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। সেই সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী বিভিন্ন পরিবেশনায় থাকার কথা ছিল বেশ কয়েকজন বলিউড অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকার।
তবে নিজেদের সিদ্ধান্ত থেকে এবার সরে এসেছে বিসিসিআই। উদ্বোধনী অনুষ্ঠান নয়, জমকালোভাবে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করার কথা পরিকল্পনা করছে রোহিত শর্মাদের বোর্ড।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক তারকাদের পারফর্ম করার কথা ছিল। যার মধ্যে ছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন ভক্তরা। সবশেষ জানা গিয়েছে ১০ অধিনায়কের উপস্থিতিতে একটি লেজার শোর আয়োজন করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
শেষ পর্যন্ত এমনটা হয়ে থাকলে ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোন ধরনের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া বিশ্বকাপ আয়োজন দেখবে ভক্তরা।ইতিমধ্যে সমর্থক থেকে ধরে সাংবাদিক সকলেই বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন। এমন কি কেউ কেউ বিশ্বকাপ বয়কটেরও হুমকি দিয়েছেন।