সাংবাদিককে মারধরের দায়ে ছয়জনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কৃতরা সবাই ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী।
বহিষ্কৃতরা হলেন- রাউফুর রহমান সোহেল, এ বি এম আলামিন, সজিব আহসান, আবরার হোসাইন সাগর, সৈয়দ আব্দুল্লাহ শুভ এবং ফাহমিদ হাসান পলাশ।।
শনিবার বাংলাদেশ ছাত্রলীগের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সাংবাদিক নির্যাতনের বিষয়টিকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ বলে আখ্যা দেওয়া হয়।
সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই ছয়জনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার সংবাদ প্রকাশের জেরে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির দফতর সম্পাদক ও বাংলা ট্রিবিউনের ঢাকা কলেজ প্রতিনিধি ওবাইদুর সাঈদের ওপর অমানবিক নির্যাতন চালায় ছাত্রলীগের নেতা ও কর্মীরা।
আবাসিক হলে থাকা ওবাইদুরকে আটক করে রাতভর দফায় দফায় নির্যাতন চালানো হয়। খবর পেয়ে ১৮ ঘণ্টা পর পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।
গত ২৮ সেপ্টেম্বর রাউফুর সোহেলের অনুসারী আল আমিন, সজিব আহমেদ, সাগর ও ইকরাম ঢাকা কলেজের আরেক সাংবাদিক ফয়সাল আহমেদকে বেধড়ক মারধর করেন। এ নিয়ে সংবাদ প্রকাশের জের ধরেই ওবাইদুরের ওপর নির্যাতন চালানো হয়।