ওয়ানডে ক্রিকেটের নয়া বিশ্ব চ্যাম্পিয়ন খোঁজার সময় এসে পড়েছে। আর মাত্র ৪ দিন পর মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা এই আসরের জন্য সমর্থকরা অপেক্ষা করলেও কিছুটা আক্ষেপ থেকে যাবে। বছরজুড়ে টানা ক্রিকেটের মধ্যে ব্যস্ত থাকা ক্রিকেটারদের অনেকেই খেলতে পারছেন না এবারের বিশ্বকাপ।
যেখানে রয়েছে অনেক বড় তারকারাও। ইনজুরি সমস্যায় দলগুলোকে যতটা বেকায়দায় পড়েছে, ঠিক ততটাই হতাশা রয়েছে ক্রিকেট সমর্থকদেরও। কারণ দীর্ঘ ৪ বছর পর বিশ্বকাপ আসলেও প্রিয় ক্রিকেটাররা তার মধ্যে অংশ নিতে পারছেন না।
বড় তারকাদের না পাওয়ার তালিকায় বাংলাদেশ থেকে সবার উপরে রয়েছেন তামিম ইকবাল। আরো রয়েছেন পেসার এবাদত হোসেন। লাল-সবুজ জার্সিধারীদের অন্যতম সেরা ওপেনার ও সর্বোচ্চ রান সংগ্রাহক তামিমকে মূলত চোটের জন্য পাওয়া যাচ্ছে না এবারের বিশ্বকাপে।
পেস বোলিং ইউনিটের বড় ভরসা এবাদতের ক্ষেত্রেও কারণটা সেই একই। গত জুলাইয়ে পাওয়া চোটের কারণে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে তার। এছাড়া বিশ্বকাপের এবারের আসরে দেখা যাবে না আরো একাধিক তারকাকে। যেই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের জেসন রয়, দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া, পাকিস্তানের নাসিম শাহ, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভারতের অক্ষর প্যাটেলের মতো বড় তারকারা।
পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহর জন্য ভক্তরা আক্ষেপে পুড়ছেন। কেননা এবারের বিশ্বকাপ সেরা উদীয়মান তারকা হওয়ার দৌড়ে তাকে এগিয়ে রেখেছিলেন ক্রিকেট বোদ্ধারা। দক্ষিণ আফ্রিকার হয়ে এনরিখ নরকিয়া ও সিসান্ডা মাগালা খেলতে পারবেন না বিশ্বকাপে। নরকিয়া পিঠের চোট ও মাগালা বাঁ হাঁটুর চোটে আছেন। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলাকালে ইনজুরিতে পড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি নেই শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে। এশিয়া কাপের আগে চোটে পড়া দুশমন্থ চামিরা ভুগছেন কাঁধের চোটে।
অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাস্টন অ্যাগার হাঁটুর মাংসপেশির চোটে পড়ায় বিশ্বকাপে খেলা হচ্ছে না। নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলও ভুগছেন বাঁ পায়ের চোটে। অপরদিকে শেষ মুহূর্তে ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেলের নামও যুক্ত হয়েছে এই তালিকায়।
ইনজুরি নিয়েও দলের সঙ্গে এবার থাকছেন অনেক ক্রিকেটার। কিউই পেসার টিম সাউদি থেকে ধরে কেন উইলিয়ামসন সকলেই খানিকটা চোট নিয়ে খেলবেন এবারের বিশ্বকাপ। এছাড়াও আরো রয়েছেন অজি ব্যাটার ট্রাভিস হেড।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে চোটের কারণে নিজেদের সেরা তারকাদের দলের সঙ্গে না পেয়ে প্রতিটি দল যেমন আক্ষেপে থাকবে তেমনি আরো বেশি হতাশায় থাকবে ক্রিকেটপ্রেমীরাও।