করোনায় আক্রান্ত বর। বিয়ের দিনক্ষণ আগেই ঠিক করা ছিল। হঠাৎ দেশজুড়েও শুরু হয়েছে করোনার ভয়াবহ প্রকোপ। কিন্তু বিয়ের লগ্ন তো চলে যাচ্ছে। তাই লাল শাড়ি নয় পিপিই পরে কনে গেল ‘বিয়ের মঞ্চে’। কোভিড হাসপাতাল হয়ে উঠলো বিয়েবাড়ি। অদ্ভুত এই ঘটনার সাক্ষী থাকলো ভারতের কেরালার আলাপুঝা জেলার বন্দাম মেডিকেল কলেজ। হাসপাতালে করোনা ওয়ার্ডে বিশেষ বিয়ের আয়োজন করা হয়। প্রথা অনুসারে বর সরথমন কনে আভিরামীকে মঙ্গলসূত্র পরিয়ে দেন। এ সময় বরের মাও উপস্থিত ছিলেন।
বর সরথমন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেরালার ওই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বিয়ের লগ্ন বিবেচনায় সেখানেই সীমিত পরিসরে কনে আভিরামীর সঙ্গে তার বিয়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে সম্মতি ছিল হাসপাতাল সুপার ও জেলা প্রশাসকের। যেদিন বিয়ে হওয়ার কথা তার দুদিন আগে করোনা আক্রান্ত হয়ে সেই হাসপাতালে ভর্তি হয়েছেন সরথমন। তার মা-ও সংক্রমিত হয়ে ছেলের সঙ্গেই একই ওয়ার্ডে চিকিৎসাধীন। কিন্তু বিয়ের মতো শুভ মুহূর্ত পেছাতে চাননি তারা। তাইতো হাসপাতালে হলো বিয়ে।
কর্তৃপক্ষের সম্মতি নিয়ে গতকাল ২৫ এপ্রিল অর্থাৎ রোববার পিপিই কিট পরে বধুবেশে উপস্থিত হয়েছিলেন তরুণী অভিরামী। করোনা বিধি মেনে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট মাত্র ৭৫ জন আমন্ত্রিতের উপস্থিতিতে মালাবদল করেন সরথ এবং অভিরামী। বিয়ের দৃশ্য ক্যামরাবন্দি করেন স্বাস্থ্যকর্মীরা। সেই ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। জানা গেছে, ২১ এপ্রিল শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন পাত্র ও তার মা। পরদিন অর্থাৎ ২২ এপ্রিল আলাপুঝার ওই হাসপাতালে তারা করোনা রোগী হিসেবে ভর্তি হন।