মাদারীপুরে শালিসে মীমাংসার কথা বলে ডেকে নিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলা ছিলারচর ইউনিয়নের কালিতলা বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই এলাকার মান্নান সরদারের ছেলে আমির সরদার (৩৬) ও বেল্লাল সরদার (৪০)।
ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ছিলারচর ইউনিয়নের কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমির সরদারের ছেলে ইয়াসমিন ও মামুন বেপারীর সঙ্গে ভাগ্নে আরিয়ার বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব হয়। এদিকে মামুন বেপারীদের লোকজন বেশি থাকায় আমির সরদার স্হানীয় আশরাফ আলী ও টিপু মোল্লার কাছে মিমাংসা করে দেওয়ার কথা জানান। পরে মামুন বেপারী তার লোকজন দিয়ে ডেকে এনে আমির সরদার ও বেল্লাল সরদারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাদেরকে স্হানীয় লোকজনেরা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আহত আমির সরদার বলেন, স্কুলে আমার ছেলের সঙ্গে তার ভাগ্নের ফুটবল খেলা নিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছে। তারপর তারা আমার ছেলেকে মারধর করছে। আমি তারপরও এটি শালিস মীমাংসা করার জন্য তাদের কাছে গিয়েছে সরল মনে। এরপরে মীমাংসা করা হবে একথা বলে ডেকে নিয়ে আমাদেরকে মারধর করছে। আমরা এর সঠিক বিচার চাই।
বেলাল সরদার বলেন, বাচ্চারা ফুটবল খেলা নিয়ে কথার কাটাকাটি করেছে। আমাদের কোনো অপরাধ নেই। তাদের লোকজন বেশি থাকাই তারা আমাদেরকে মারধর করছে আমরা সরকার কাছে বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত মামুন বেপারী বলেন, আমরা তাদেরকে মারি নাই।
মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।