উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একজন অনুবাদকের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন যে তিনি নিশ্চিত যে রাশিয়ান সেনাবাহিনী এবং জনগণ অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়ী হবে। কিম এখন রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে রয়েছেন।
এদিকে পশ্চিমা গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুসারে জানা গেছে যে মস্কো ইউক্রেনে তার সামরিক অভিযানে ব্যবহার করার জন্য উত্তর কোরিয়ার অস্ত্র ও গোলাবারুদ পেতে চাইছে।
বিন্তু, ক্রেমলিন এবং উত্তর কোরিয়া কোনো অস্ত্র চুক্তির বিষয়টি নিশ্চিত করেনি।
রাশিয়ায় উত্তর কোরিয়ার অস্ত্র পাঠানোর বিষয়ে গণমাধ্যমকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘পশ্চিমারা ইউক্রেনে সোভিয়েত যুগের অস্ত্র পাঠিয়ে অনেক চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।’
এছাড়া রুশ প্রেসিডেন্ট ও কিম অস্ত্র সরবরাহ বা সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা করবেন কিনা জানতে চাইলে পুতিন উত্তর দেন, ‘আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব।’
এর আগে ভোস্টোচনি কসমোড্রোমে পরস্পরের সঙ্গে দেখা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, মহাকাশ গবেষণার ওই স্থানে দুই নেতা একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন।
এরপর কিম ও পুতিন করমর্দন করেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতাকে রুশ প্রেসিডেন্ট স্বাগত জানিয়ে বলেন, ‘আমি আপনাকে দেখে আনন্দিত।’ এভাবেই কিমকে রাশিয়ার উন্নত মহাকাশ গবেষণা কেন্দ্রে স্বাগত জানান পুতিন। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট তাকে বলেন, এটা আমাদের নতুন কসমোড্রোম।
এরপর কিম জং উনকে নিয়ে ভোস্টোচনি কসমোড্রোমে ঘুরে বেড়ান পুতিন। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যে কিমকে দেখানো হবে কীভাবে আঙ্গারা লঞ্চ ভেহিকেল (রকেট) সংযোজন করা হচ্ছে।
জানা গেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সম্মানে আনুষ্ঠানিক নৈশভোজের আয়োজন করেছেন প্রেসিডেন্ট পুতিন।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-এর মতে, কিমকে সাইবেরিয়ান এবং সুদূর পূর্বাঞ্চলের খাবারের সঙ্গে কামচাটকা এলাকার কাঁকড়ার তৈরি ডাম্পলিংস (বিশেষ খাবার) দিয়ে আপ্যায়ন করেছেন রুশ প্রেসিডেন্ট।
তাসের প্রতিবেদন অনুসারে, গরম খাবার পরিবেশন করার আগে, অতিথিদেরকে ফ্রেশ হয়ে সমুদ্রের বাকথর্ন শরবত খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
এছাড়া পুতিন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে শক্তিশালী বন্ধুত্ব প্রদর্শনের জন্য এক সঙ্গে মদ্যপান করেন।