চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামে ছেলের কিস্তির টাকা না পেয়ে বৃদ্ধ বাবার কেড়ে নেওয়া পাখিভ্যান ফেরত দিয়েছে আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টার কর্তৃপক্ষ।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ক্ষমা চেয়ে ভ্যানটি ফেরত দেয় আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের কর্মকর্তারা।
এর আগে এই ঘটনায় ‘ছেলের কিস্তির টাকা না পেয়ে বৃদ্ধ বাবার ভ্যান কেড়ে নিল এনজিওকর্মী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। এরপরই বিষয়টি স্থানীয় ও উপজেলা প্রশাসনের নজরে আসে।
বৃদ্ধ আব্দুল করিম বলেন, সাংবাদিকরা লেখালেখি করার কারণে আজ বিকেলে আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের লোকজন আমার বাড়িতে আসেন। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমার কাছে ক্ষমা চান এবং ভ্যানটি ফিরিয়ে দেন।
তিনি আরও বলেন, এই ভ্যানটি কয়েক বছর আগে নিজের টাকায় কিনেছিলাম। লোনের টাকায় কিনিনি। আমার ছেলে লোন নিয়ে টাকা পরিশোধ করেনি। আমি জামিনদার বলে আমার উপার্জনের একমাত্র অবলম্বনটি কেড়ে নিয়েছিল। আজ সাংবাদিকদের জন্যই আমার ভ্যানটি ফিরে পেলাম।
জীবননগর আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের ম্যানেজার শাখওয়াত হোসেন বলেন, সোমবার বিকেলে ইউএনও মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ভ্যানটি ফিরিয়ে দেওয়া হয়েছে। আসলেই এটা অমানবিক। যে কর্মী বৃদ্ধের ভ্যান কেড়ে নিয়েছিল আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টার কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ বলেন, আজ বিকেলে আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের লোকজন বৃদ্ধের কাছ থেকে কেড়ে নেওয়া ভ্যানটি ফিরিয়ে দিয়েছে। তারা ভবিষ্যতে এমন কাজ আর করবেন বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামে ছেলের কিস্তির টাকা না পেয়ে বৃদ্ধ বাবার পাখিভ্যান কেড়ে নিয়ে যায় আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের মাঠকর্মী ফারিহা। এ নিয়ে গ্রামজুড়ে হুলুস্থুল শুরু হয়।