শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বঘোষণা ছাড়াই গত ২৮ আগস্ট থেকে শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিং বন্ধ রয়েছে। ফলে ওই হলের আবাসিক শিক্ষার্থীরা ছুটছেন অপর হলের ডাইনিং, ক্যানটিনে। সেখানেও খাবারের সংকুলান না হলে শিক্ষার্থীরা যেতে বাধ্য হচ্ছেন পার্কের মোড়ের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয়।
সেখানে খাবারের অতিরিক্ত দামের কারণে মাস চলতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষার্থীদের। কিছু শিক্ষার্থী পড়াশোনার ক্ষতি হলেও বাধ্য হচ্ছেন নিজেদের কক্ষে বৈদ্যুতিক হিটারে রান্না করতে।কক্ষে রান্না করা একাধিক শিক্ষার্থী জানান, হলের ডাইনিং বন্ধ হওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন। প্রতি বেলা খাবারের পেছনে ছুটতেই অনেক সময় ও অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে তাঁদের। আর বারবার যাতায়াতে পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে।
শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী শাওন বলেন, ‘একে তো মানহীন খাবার শিক্ষার্থীদের নিয়মিত খাওয়ানো হচ্ছে, তার ওপর কোনো নোটিশ ছাড়াই হঠাৎ ডাইনিং বন্ধ করা হয়েছে। দ্রুত সময়ে ডাইনিং চালু করা এবং খাবারের মান উন্নত করার জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি।’
এক সপ্তাহ ধরে বন্ধ শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিং।একই হলের আরেক শিক্ষার্থী নাম প্রকাশে না অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘এক সপ্তাহ ধরে ডাইনিং বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছি আমরা। শিক্ষার্থীরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে, অথচ হল কর্তৃপক্ষের কোনো পদক্ষেপই দেখছি না। যেখানে বিশ্ববিদ্যালয়ের আশপাশে সব মেসে এখনো ৬০ টাকাতেই তিন বেলা খাবার পাওয়া যাচ্ছে, সেখানে হলে আমরা দুই বেলায় ৭০ টাকা দিয়ে খাবার খেতাম।’
তিনি আরও বলেন, ‘খাবারের মানোন্নয়নের কথা আর কী বলব, এখন তো ডাইনিংই বন্ধ।’
এ বিষয়ে শহীদ মুখতার ইলাহী হলের সহকারী রেজিস্ট্রার আল-আমিন বলেন, ‘দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ার কারনে হলের ডাইনিংয়ের দায়িত্ব যাকে দেওয়া হচ্ছে সে কিছুদিন পর ছেড়ে দিচ্ছে, কারন ৩৫ টাকা মিল রেটে খাওয়ানোয় নাকি তাদের লোকসান হচ্ছে। বর্তমানে কেউ ডাইনিংয়ের দায়িত্ব না নেওয়ায় ডাইনিং বন্ধ আছে।’
তবে এ সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন শহীদ মুখতার ইলাহী হলের প্রাধ্যক্ষ শাহীনুর রহমান। তিনি বলেন, ‘খাবারের দাম না বাড়ালে কেউ ডাইনিংয়ের দায়িত্ব নিতে চাইছে না। চলতি সপ্তাহেই ডাইনিং খোলার জন্য পদক্ষেপ নেওয়া হবে।’