জামালপুরের বকশীগঞ্জে অসুস্থ ছেলের জন্য বাজারে ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ হন আনোয়ার হোসেন (৪০) নামের এক কৃষক। নিখোঁজের তিন দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের পূর্ব গলাকাটি বিলের পানিতে ভেসে থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আনোয়ার হোসেন উপজেলার পূর্ব গলাকাটি গ্রামের মৃত শুটকু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে সারমারা বাজারে যান আনোয়ার হোসেন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। পরে পরিবার ও তার স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে আজ শুক্রবার সকালে গলাকাটি বিলের পানিতে ভাসমান অবস্থায় আনোয়ার হোসেনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ওই ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।