শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়া কাপ মিশন শুরু করে বাংলাদেশ। যেখনে নিজেদের প্রথম ম্যাচে ৫ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে সাকিব-তাসকিনরা। প্রথম ম্যাচেই লঙ্কানদের বিপক্ষে এমন হারে পরের রাউন্ডে যাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সুপার ফোরে বাংলাদেশকে যেতে হলে পরের ম্যাচতো জিততে হবে এর সঙ্গে তাকিয়ে থাকতে হবে নানা সমীকরনের দিকে।
এবারের এশিয়া কাপে দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার ফোরে নাম লেখাবে। দলগুলোর পয়েন্ট সমান থাকলে অবস্থান নির্ধারিত হবে নেট রানরেটের ভিত্তিতে। তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানেই জিততে হবে। কারণ প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে হারের পর টাইগারদের রানরেট ঋণাত্মক পর্যায়ে রয়েছে।
এদিকে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেই বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে না। শ্রীলঙ্কার কাছে আফগানদের হারের অপেক্ষায়ও থাকতে হবে টাইগারদের। তাহলে বাংলাদেশকে আর কোনো সমীকরণের মারপ্যাঁচে যেতে হবে না, সরাসরিই গ্রুপপর্ব পেরিয়ে সুপার ফোরে যাবে সাকিব-তাসকিনরা।
অপরদিকে লঙ্কানদের সাথে আফগানরা জয় লাভ করলে বাংলাদেশকে দেশে ফেরা টিকিট ধরতে হতে পারে। কেননা গ্রুপের তিন দলেরই দুই করে পয়েন্ট হবে তখন। সেক্ষেত্রে সুপার ফোর পর্বে যাওয়ার নির্ধারক হয়ে উঠবে নেট রানরেট। সেখানেই বাদ পরতে পারে সাকিবরা। কেননা শ্রীলঙ্কার সঙ্গে বড় ব্যবধানে হারিয়ে নেট রানে অনেক পিছিয়ে রয়েছে।