বিশ্বকাপ বাছাই এশিয়া কাপ ‘ফাইভ এ সাইড’ হকিতে অংশগ্রহণ করতে কয়েকদিন আগে ওমান গিয়েছে বাংলাদেশ নারী হকি হল। তবে এই আসরে নিজেদের সেরাটা দিতে পারেনি বাংলার মেয়েরা। নারীদের ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাই ‘ফাইভ এ সাইড’ এশিয়া হকিতে পুরুষদেরও সফলতা নেই। কিন্তু টানা তিন ম্যাচ হারের পর জয়ের মুখ দেখেছে লাল-সবুজের দল।
ওমানের সালালায় বিশ্বকাপ বাছাই ‘ফাইভ এ সাইড’ এশিয়া হকিতে জাপানকে ১০-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। পুরুষ হকি দল গত তিন ম্যাচেই হেরেছে। আজ চতুর্থ ম্যাচে জয়ের দেখা পেয়েছে।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি। দ্বিতীয় মিনিটই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে অবশ্য ৪-১ গোলের লিড নিয়েই মধ্য বিরতিতে যায়৷ পরের অর্ধে বাংলাদেশ আরো ৬ গোল করে ম্যাচ জিতে নেয়। দীন, সাইফুল তিনটি করে সারওয়ার ও আবেদ দুটি করে গোল করেন।
ফাইভ এ সাইড হকিতে বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দল অংশগ্রহণ করছে। নারী দল চ্যালেঞ্জার গ্রুপে তিনটি ম্যাচ জিতে অষ্টম হয়েছে। নারী দল দেশে ফেরার পথে রয়েছে৷ পুরুষ দল পড়েছে এলিট গ্রুপে। প্রথম তিন ম্যাচ হেরে আজ অবশেষে জয়ের মুখ দেখল। রাতে আরেকটি ম্যাচ রয়েছে বাংলাদেশের।