করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সাংসদ জিয়াউর রহমান খানের (৭৫) মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ (প্রিন্স) প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। জিয়াউর রহমান খান ঢাকার ধামরাই আসন থেকে ধানের শীষ প্রতীকে চারবার সাংসদ নির্বাচিত হন। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জিয়াউর রহমান খানের বাবা আতাউর রহমান খান এইচ এম এরশাদ ক্ষমতায় থাকার সময় প্রায় এক বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আতাউর রহমান পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এই জ্যেষ্ঠ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক বার্তায় বলেন, ব্যারিস্টার জিয়াউর রহমান খানের মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারাল। তিনি একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে দেশ ও জনগণের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করেছেন।