মুলতানে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শুরু হয়েছে এশিয়া কাপের ১৭তম আসর। হাইব্রিড মডেলে টুর্নামেন্টের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কা। আর লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়েই আজ এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। পাল্লেকেল্লেতে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। দুদলের মুখোমুখি লড়াইয়ের চলুন দেখে নেয়া যাক পরিসংখ্যানে এগিয়ে কারা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও জানালেন শক্তির বিচারে দুদলকে পৃথক করা কঠিন, ‘আমার মনে হয় দুই দল একই অবস্থায় আছে, মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে। দুই দলেরই শক্তি ও দুর্বলতার জায়গা একইরকম। দুই দলের জন্যই সমান সুযোগ আছে।’
তবে ঘরের মাটিতে খেলা হওয়ায় ফেভারিট হিসেবে মাঠে নামবে লঙ্কানরা। এছাড়াও বর্তমানে এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। কিন্তু এশিয়ার এই আসরে অনেকবার শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। সংখ্যা হিসাব করলে দাঁড়ায় ১৫ বার। এর মধ্যে ১২টিতে জয় পেয়েছে দ্বীপপুঞ্জ দেশটি। যেখানে এশিয়া কাপে বাংলাদেশের জয় ৩টি। আজ দেখা যাবে এশিয়া কাপে টাইগারদের চতুর্থ নাকি শ্রীলঙ্কার ১৬তম জয়!
তবে এশিয়া কাপে দুই দলের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে টাইগাররা। সেখান থেকে বলা যায়, পরিসংখ্যানের যে বড় ব্যবধান আছে দ্রুত তা কমিয়ে এনেছে বাংলাদেশ। অথচ একসময় টাইগারদের বিপক্ষে অপরাজেয় ছিল লঙ্কানরা।
এশিয়া কাপ বাদে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ৫১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে শ্রীলঙ্কার ৪০টি জয়ের বিপরীতে বাংলাদেশ জয় মাত্র ৯টি। বাকী দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এখন দেখার পালা ঘরের মাটিতে লঙ্কানদের ৪১তম নাকি বাংলাদেশের ১০তম জয়! যার উত্তর মিলবে আজ।