মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে সরকারপ্রধানের কাছে জানতে চান- কী হচ্ছে এবং কী হবে?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, হচ্ছে কী হবে কী সেটার উত্তর জনগণের দিতে হবে। শুধু মেগা প্রজেক্ট নয়, রাস্তাঘাট, পুল-কালভার্ট কার কাজে লাগে। জনগণই তো ভোগ করে। আজ মেট্রোরেল করলাম, এটা নিয়ে কত কথা শুনতে হলো। এলিভেটেড, কর্ণফুলী টানেল, সবই তো জনগণের জন্য।
শেখ হাসিনা বলেন, আপনারা আশা করেন কীভাবে সবাই খালি প্রশংসা করবে। একটা শ্রেণি আছে, আপনি যাই ভালো করেন সেটাই খারাপ দেখবে। তারা থাকবেই, না হলে তো আপনারা (সাংবাদিকরা) লেখার কিছু পাবেন না।
আওয়ামী লীগ সভাপতি বলেন, আমার একটাই কথা- জনগণের জন্য কাজ করি। ১৫ বছর আগে বাংলাদেশ কেমন ছিল চিন্তা করেন। এত দ্রুত পরিবর্তন, এটা আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সম্ভব হয়েছে। আমরা শুধু শক্তিশালী দল না, আমাদের পরিকল্পনা আছে। সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
বঙ্গবন্ধু কন্যা বলেন, কে কী বলল সেটা নিয়ে আমি কমই চিন্তা করি। বাবা-মা, ভাইবোন সবাইকে হারিয়েছি। যতক্ষণ আছি দেশের জন্য কাজ করে যাবো- এটাই আমার কথা।