বাংলাদেশের ক্রিকেটে কখন কি ঘটে, তা শতভাগ ঠিক করে কেউই বলতে পারবেন না। ক্রিকেটার নির্বাচন থেকে ধরে পারফরম্যান্স নিরূপণের মানদণ্ড সবই যেন মনগড়া। টাইগার ক্রিকেটের অন্যতম সেরা অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রামের কথা বলে বাদ দিয়েও তা সরাসরি বলতে পারেননি নির্বাচকরা। সবশেষ এশিয়া কাপের দল ঘোষণার সময় রিয়াদকে বাদ দেওয়ার কথা স্বীকার করেন টাইগার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক। তবে পেন্ডুলামের মতো সিদ্ধান্ত বদলে আবারো সাইলেন্ট কিলারকে ফেরাতে যাচ্ছে বিসিবি।
এশিয়া কাপে ১৭ সদস্যের মূল দলের বাইরে স্ট্যান্ডবাই তিন ক্রিকেটারের তালিকায়ও ছিলেন না রিয়াদ। আসন্ন বিশ্বকাপের আগে রিয়াদকে দল থেকে বাদ দেওয়ায় ক্রিকেট বিশ্লেষক থেকে ধরে ভক্তরা সবাই ভেবেই নিয়েছেন ওয়ানডে বিশ্বকাপে টিম ম্যানেজম্যান্টের ভাবনায় নেই এই অভিজ্ঞ ক্রিকেটার।
তবে এশিয়া কাপে দল রওনা দেওয়ার আগে ব্যাক আপ ক্রিকেটারের তালিকায় রিয়াদকে রাখে বিসিবি। তাতে আবারো গুঞ্জন তৈরি হয় তবে কি বিশ্বকাপ দলে ফিরবেন রিয়াদ। কিন্তু বিশ্বকাপ দলের সম্ভাব্য সব ক্রিকেটার ও ব্যাক আপ পরিকল্পনায় থাকা ক্রিকেটাররা যখন ভারতীয় ভিসা আবেদন করেন তখন ছিলেন না তিনি।
এর মাধ্যমে স্পষ্ট ছিল বিশ্বকাপ ভাবনায় নেই সাইলেন্ট কিলার। কিন্তু বিসিবির নাটকীয়তা যেন শেষ নেই। আজ ভারতীয় ভিসা সেন্টারে মাহমুদউল্লাহ রিয়াদকে যেতে দেখা গিয়েছে। সেখানে তিনি ফিঙ্গার প্রিন্টও দিয়েছেন।
তবে কি বিশ্বকাপ দলে ফিরতে চলেছেন রিয়াদ। ওয়ানডে বিশ্বকাপের জন্য ৫ সেপ্টেম্বরের ভেতর দল ঘোষোণা করতে হবে। ১৫ সদস্যের দলে রিয়াদ টিকবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আজকে থেকে আশা দেখতেই পারেন তার ভক্তরা। উল্লেখ্য ২৭ সেপ্টেবরের আগে বিশ্বকাপের দলে পরিবর্তন আনা যাবে। ফলে রিয়াদ বিশ্বকাপ দলে ফিরবেন কিনা তার শেষ উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।