অভিনেতা চাষী আলমকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে এসেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি। এতে হাবু চরিত্রে অভিনয় করেছেন তিনি। পুরো ধারাবাহিকজুড়ে বিয়ে জন্য পাত্রী খুঁজতে দেখা গেছে চরিত্রটিকে। নতুন খবর হলো, গতকাল শুক্রবার হাবু চরিত্রে রূপদানকারী চাষী আলম বিয়ে করেছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ছিল তার গায়ে হলুদ। গতকাল শুক্রবার গুলশানের একটি রেস্তোরাঁয় বসবে তার বিয়ের আসর। পাত্রী তুলতুল ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ছেন। এবার চাষী আলম জানালেন স্ত্রীও তাকে ‘হাবু ভাই’বলে ডাকেন।
শ্বশুরবাড়ি প্রসঙ্গে কথা বলতে গিয়ে সংবাদমাধ্যমকে বিষয়টি জানান চাষী আলম। অভিনয় নিয়ে শুরবাড়ির কারও কোনো আপত্তি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘তারা তো জেনেশুনেই আমার সঙ্গে তাঁদের মেয়েকে বিয়ে দিয়েছেন। বউ তো আছেই, শ্বশুর-শাশুড়ি দুজনই আমার অভিনয়ের ভক্ত। বউ আমাকে “হাবু ভাই” বলে ডাকে। হা হা হা…।’
এ সময় স্ত্রী সম্পর্কে এ অভিনেতা আরও বলেন, ‘ওপরওয়ালা তুলতুলকে আমাকে মিলিয়ে দিয়েছে। আমার বউটা লক্ষ্মী। সে খুবই আধুনিক এবং স্টাইলিস্ট। আমার মনে মতো। তুলতুলের চুল ও চোখ বেশি পছন্দ আমার। ওর চোখে গভীর মায়া আছে।’
বর্তমানে ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষী আলম। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’। কাজল আরেফীন অমি নির্মিত এ নাটক দুটি প্রকাশের সঙ্গে সঙ্গে পেয়েছে তুমুল জনপ্রিয়তা।