এশিয়া কাপ শুরু হতে বাকি আর মাত্র তিন দিন। হাইব্রিড মডেলে পাকিস্তান এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের আসর। প্রথম চারটি ছাড়া বাকি সবগুলো ম্যাচই হবে শ্রীলঙ্কায়। তবে টুর্নামেন্ট শুরুর সন্নিকটে এসে করোনা আঘাত হেনেছে লঙ্কান স্কোয়াডে। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন দলের গুরুত্বপূর্ন দুই ক্রিকেটার। এছাড়া ইনজুরির কারণে ছিটকে গেছেন দুশমন্ত চামিরা, আশঙ্কা আছে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়েও।
দীর্ঘ দুই বছরের করোনা আতঙ্ক কাটিয়ে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে পুরো বিশ্ব। মারাত্মক সংক্রামক এই ভাইরাসে বেশ বিপর্যস্ত হয়েছিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাও। কোভিড-১৯ রোগের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল মাঠের ক্রিকেটও। তবে এশিয়া কাপের আগে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার।
শ্রীলঙ্কা দলের দুই গুরুত্বপূর্ন ব্যাটার কুশল পেরেরা এবং আভিস্কা ফার্নান্দো করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল করা এক পরীক্ষায় এ দুজনেরই রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট। ফলে শিয়া কাপে লঙ্কানরা তাদের দলে পাবে কিনা এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
বর্তমানে এ দুজনই পর্যবেক্ষণে আছেন বলে জানা গেছে। এশিয়া কাপে তারা খেলবেন কিনা তা তাদের সেরে ওঠার উপরই নির্ভর করবে। যদি আবার করোনা টেস্টে নেগেটিভ হন তবেই তারা আবার দলে অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
এদিকে আসর শুরু আগে ইনজুরিও আঘাত হেনেছে লঙ্কান স্কোয়াডে। এলপিএল ফাইনালে উরুতে পাওয়া চোটে খেলতে পারবেন না চামিরা। এছাড়া আশঙ্কা করা হচ্ছে দলটির সেরা স্পিনার হাসারাঙ্গাও চোটের কারণে গ্রুপ পর্বের ম্যাচ গুলো খেলতে পারবেন না। লঙ্কানরা গ্রুপ পর্বে ওঠলেও তিনি দলে ফিরবেন কিনা তা জানা যাবে তাঁর ফিটনেস এবং শারীরিক অবস্থার উপর।