জাপানের তহোকু শহরে অলিম্পিক গেমসের উদ্বোধনী দিনে ১০ মিটার উঁচু ‘মক্কো’ নামের জায়ান্ট একটি পাপেট উন্মোচন করা হবে। এটি পরিচালনা করতে একটি ক্রেন ছাড়াও আরও ৪০ জন কর্মীর প্রয়োজন হয়। অলিম্পিকের জন্য দৃষ্টিনন্দন এই পুতুলটি এখন টোকিওর পথে। আয়োজকদের প্রত্যাশা অলিম্পিকে ভিন্নমাত্রা যোগ করবে এই আয়োজন। সুপারভাইজার সোয়া নরিউকি বলেন, ‘আমি পাপেট শো পরিচালনা করি। মক্কো অন্যান্য পাপেটের চেয়ে অনেক বড়। সাধারণত একজন লোক একাই একটা পাপেট পরিচালনা করতে পারেন। কিন্তু এটা চালানোর জন্য আমাদের অনেক লোকজন প্রয়োজন। আমরা ৪০ জনের একটা দল সেই চেষ্টাই করছি। এ জন্য সবার সমন্বয় খুবই জরুরি।’
২০১১ সালের তহোকু শহরের ভূমিকম্প ও সুনামিকে সামনে রেখে তৈরি করা হয়েছে এই পাপেট। পাপেট পরিচালক রিয়ে আগাতা বলেন, ‘কোভিড-১৯ নিয়ে আমরা অবশ্যই চিন্তিত। তাই সবাই সামাজিক দূরত্ব মেনে এই পাপেটটি পরিচালনা করার অনুশীলন করছে। দর্শকদেরও আমি বলব, দূরত্ব বজায় রাখার এই অভ্যাস আপনারাও গড়ে তুলুন। তবে আমি চাই তহোকুর লোকজন অবশ্যই যেন আমাদের এই অনুষ্ঠানটি দেখে।’ আগামী ২৩ জুলাই জাপানের রাজধানীতে টোকিওতে বসবে অলিম্পিকের পরবর্তী আসর। যদিও করোনাভাইরাস প্রকোপের কারণে এখনও অনিশ্চয়তা কাটেনি।