ক্যারিয়ারে সাফল্যের চূড়া ছুঁয়েছেন। জীবনে প্রেম এসেছে অনেক বার তবে কারও সঙ্গেই সংসারের বাঁধেননি মিস ইউনিভার্স খ্যাত অভিনেত্রী সুস্মিতা সেন। বিক্রম ভট্ট থেকে রণদীপ হুডা ও সর্বশেষ ললিত মোদী— অনেকের সঙ্গেই তার নাম জড়িয়েছিল। তবে ‘একলা চলো’ নীতিতেই বিশ্বাস রেখেছেন তিনি। দত্তক নিয়ে দুই কন্যা সন্তানের মা হয়েছেন তবু সুস্মিতা এখনও ‘সিঙ্গেল’।
২০০৬ থেকে ২০০৯ সাল এই সময়টা অভিনেতা রণদীপ হুডার সঙ্গে সম্পর্কে জড়ান সুস্মিতা সেন। রণদীপের সঙ্গে কয়েক বছর সম্পর্কে ছিলেন সাবেক এই বিশ্ব সুন্দরী। তাদের দুজনকে প্রকাশ্যেও দেখা গিয়েছিল অনেক বার। তবে সে সম্পর্ক পরিণতি পায়নি। এবার দীর্ঘ দিন পর সুস্মিতার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন রণদীপ হুডা। খবর- আনন্দবাজার।
রণদীপ বলেন, ‘সুস্মিতার কথায় এক বার আমি একটি থিয়েটার রিহার্সাল মিস্ করেছিলাম। কারণ, সুস্মিতা চায়নি আমি যাই। নিজের মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে এই কাজটা করেছিলাম।’
‘তার সঙ্গে সম্পর্ক থাকাকালীন সময়ে খ্যাতির স্বাদ পাই। যদিও সেই সময় আমি তারকা ছিলাম না। আমার জীবনের অনেকটা সময় দিয়েছিলাম। তবে ওই সম্পর্কে বিচ্ছেদেই জীবনে কিছু করার ইচ্ছাশক্তি জুগিয়েছিল। তাই ওই বিচ্ছেদটাই ছিল আমার জীবনের সেরা ঘটনা।’
এদিকে দুজনের সম্পর্কে ভাঙণের কারণ নিয়ে কখনও মুখ খোলেননি রণদীপ-সুস্মিতা।