সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, যা সঠিক নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে ফেসবুকে বাংলাদেশ ব্যাংকের কোনো গ্রুপ বা অ্যাকাউন্ট নেই বলেও জানানো হয়েছে।
রোববার (২০ আগস্ট) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে রিক্রুটমেন্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে মিথ্যা/ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এ ধরনের কোনো ফেসবুক গ্রুপ/অ্যাকাউন্ট নেই।
এ সময় উক্ত প্রচারণায় বিভ্রান্ত না হতে সর্বসাধারণকে অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব প্রচারণায় বা প্রচারিত তথ্যের প্রভাবে কেউ কোনো প্রকার ক্ষতি, অসুবিধা বা তছরুপের সম্মুখীন হলে এর জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী থাকবে না।