বাংলাদেশ যে ক্রিকেটপ্রেমী দেশ তা পুরো বিশ্বই জানে। আর তারই জের ধরে এবার ক্রিকেট বিশ্বের সামনে এলো নতুন এক ছবি। দিনে দিনে কমে যাচ্ছে খেলার মাঠ। এখানকার ক্রিকেট ভক্ত তরুনেরা খেলার জন্য পাচ্ছে না পর্যাপ্ত জায়গা। তাই রাস্তা-ঘাট, স্কুলের আঙিনা, ঘরের বারান্দা থেকে শুরু করে সর্বত্রই ক্রিকেট খেলে বাংলাদেশি কিশোররা।
সেই ধারাবাহিকতায় এসব ক্রিকেটারদের কাছে খেলার মাঠ হয়ে উঠেছে সবর্ত্র জায়গা। যেকোন জায়গা পেলেই ব্যাট বল হাতে নেমে পড়েন তারা। তেমনই বাংলাদেশের বরিশালের শেরা বাংলা মেডিকেল কলেজের একটি ছবি এবার ঠাঁই করে নিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে। ছবিটি ক্যামেরাবন্দি করেছেন মেহেদী হাসান।
ছবিতে দেখা যাচ্ছে, কিছু তরুন ক্রিকেট খেলছে বাড়ির সরু রাস্তায়। স্নিগ্ধতায় ভরা ঋতু শরৎ, সেই আবহাওয়ায় দৃশ্য নেটিজেনদের মন কেড়েছে। আর সঙ্গে মন কেড়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনেরও। ছবিটি দিয়ে ক্যাপশনে লেখেন, বিড়াল যখন ক্রিকটের মনোযোগী দর্শক।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের মাঠের বাইরের ক্রিকেটের দারুণ সব ছবি প্রতি মাসেই প্রকাশ করে ইএসপিএন।