লম্বা বিরতি ভেঙে পর্দায় ফিরেছেন বলিউড তারকা সানি দেওল। ‘গদর’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘গদর ২’ নিয়ে এসেছেন তিনি। মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে তাণ্ডব চালাচ্ছে ছবিটি।
বুড়ো সানির এমন সাফল্যে যেন ভাসছে গোটা বলিউড। এবার এই তালিকায় নাম উঠল সানির সৎমা বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীর। মুক্তির এক সপ্তাহ পর ছবিটি দেখেছেন হেমা। দেখার পর তিনি জানান, সানির ছবি তাকে সত্তর ও আশির দশকে ফিরিয়ে নিয়ে গেছে।
সৎ ছেলের ছবি প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে হেমা বলেন, ‘‘আমার ‘গদর ২’ খুব ভালো লেগেছে। ছবি নিয়ে যা প্রত্যাশা ছিল, সব পূরণ হয়েছে। সত্তর এবং আশির দশককে পরিচালক অনিল শর্মা পর্দায় খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।’’
এ সময় সৎ ছেলে সানির অভিনয় তিনি বলেন, ‘সানি তো খুবই ভালো করেছে। অনিল শর্মার ছেলে উৎকর্ষও খুব ভালো কাজ করেছে। ছবি দেখার পরে দেশপ্রেম যেন আরও ভালোভাবে অনুভব করতে পারছি। মুসলিম ভাইদের সঙ্গে আমাদের ভ্রাতৃত্বের বিষয়টাও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।’
ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হেমা মালিনীর মনোমালিন্য সবার জানা। এ কারণে দুই পক্ষের সন্তানদের সম্পর্কও সহজ ছিল না। তবে এবার মনে হচ্ছে, সম্পর্কটা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল ‘গদর ২’।
‘গদর’ ছবিতে তারা সিংহের চরিত্রে দেখা গিয়েছিল সানিকে। তার বিপরীতে শাকিনা চরিত্রে ছিলেন আমিশা প্যাটেল। দ্বিতীয় কিস্তিতেও আমিশাকে দেখা গেছে সানির বিপরীতে। ছবিটি নির্মাণ করেছেন অনীশ শর্মা। দুই সুপ্তাহে ৩০০ কোটির ব্যবসা করেছে এ ছবি।