আমেরিকা, ডেনমার্ক ও ইসরায়েলের পর যুক্তরাজ্যে নতুন প্রজাতির করোনা শনাক্ত করা হয়েছে। ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনার নতুন এই ভ্যারিয়েন্টটির নাম বিএ.২.৮৬।
দেশটির স্বাস্থ্য বিভাগ ‘ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি’ (ইউকেএইচএসএ) এক বিবৃতিতে বলেছে, বর্তমানে যুক্তরাজ্যে একজন ব্যক্তি করোনার এ ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন। তিনি সাম্প্রতিক সময়ে কোনো দেশ ভ্রমণেও যাননি। এর মানে ব্রিটেনে করোনার নতুন এই ভ্যারিয়েন্টটি সাধারণ জনগণের মধ্যেও ছড়িয়ে পড়ছে।
নতুন প্রজাতির এ করোনা ভাইরাস প্রথমে শনাক্ত হয় ইসরায়েলে, এরপর এটা ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। নতুন এ ভ্যারিয়েন্টটির তীব্র সংক্রমণের শঙ্কাও সৃষ্টি হয়েছে। এ বিষয়টি নিয়ে বিজ্ঞানীরাও উদ্বেগ প্রকাশ করেছেন।
ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ বলেছে, করোনার নতুন এ ভ্যারিয়েন্টটির প্রচুর মিউটেশন হয়েছে। এটা তার পূর্বপুরুষ বিএ.২ ও এক্সবিবি প্রজাতির করোনা ভাইরাস থেকে ভিন্ন প্রকৃতির।
যুক্তরাজ্যের এ সংস্থাটি পর্যবেক্ষণের উদ্দেশ্যে ভি-২৩এইউজি-০১ হিসেবে ভেরিয়েন্টটিকে চিহ্নিত করেছে।
ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি-এর ডেপুটি ডিরেক্টর মিরা চাঁদ বলেন, ‘ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং আমাদের বিশ্লেষণের ফলাফল যখন পাওয়া যাবে তখন প্রকাশ করবে।’
এই সপ্তাহের শুরুর দিকে বিজ্ঞানীরা যুক্তরাজ্যে করোনার নতুন প্রজাতির উত্থান এবং ক্রমবর্ধমান সংক্রমণের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন। এ কারণে তারা ব্রিটেনের নাগরিকদের আবার ফেস মাস্ক পরার জন্য অনুরোধ করেছেন।