ডেনমার্ক ও নেদারল্যান্ড থেকে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনীয় পাইলটদের এই এফ-১৬ বিমান চালনার প্রশিক্ষণ গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসব যুদ্ধবিমান হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তা এ খবর জানিয়ে বলেছেন, ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ গ্রহণ শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে কিয়েভকে এফ-১৬ জঙ্গি বিমান দেওয়ার বিষয়টি অনুমোদন করবে ওয়াশিংটন। মিত্র দেশগুলো থেকে ইউক্রেনে এফ-১৬ সরবরাহ করতে হলে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তাদের বন্ধুরাষ্ট্র ডেনমার্ক ও নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের চিঠি দিয়ে জানিয়েছেন, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার যে অনুরোধ তিনি ডেনিশ ও ডাচ কর্তৃপক্ষকে করেছেন তা অনুমোদন করা হবে। তিনি দাবি করেন, রাশিয়ার আগ্রাসনের মোকাবিলায় ইউক্রেনকে আত্মরক্ষার অধিকার নিশ্চিত করতে দিতে হবে।
১১ দেশের একটি জোট চলতি মাসে ডেনমার্কে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করবে। তবে কোনো কোনো মার্কিন কর্মকর্তা ব্যক্তিগতভাবে বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বাধুনিক মানের হওয়ার কারণে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিয়েও কোনো লাভ হবে না।
মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির এফ-১৬ বিমান চালনার জন্য ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ কর্মসূচি অনুমোদন করেন। ওই সময় ডেনমার্কে প্রশিক্ষণের পাশাপাশি রোমানিয়ায় একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথা ছিল।