ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসেরে যোগদানের মাধ্যমে শুরু হয়েছিল সৌদি আরবের ফুটবলে ইউরোপিয়ান ফুটবলারদের আনাগোনা। পর্তুগীজ মহাতারকার পর একে একে যোগ দিয়েছেন করিম বেনজেমা, এনগোলো কন্তে, সাদিও মানে সহ আরও অনেকে। এ তালিকায় সবশেষ সংযোজন নেইমার জুনিয়র। পিএসজি থেকে তাকে ছাড়িয়ে নিতে বড় অঙ্কের অর্থই খরচ হয়েছে আল হিলালের। ব্রাজিলিয়ান তারকা ক্লাব থেকে বেতন পাবেন বিশাল অঙ্কের। এর বাইরেও বাড়ি, গাড়ি এমনকি ব্যক্তিগত বিমানও আদায় করে নিয়েছেন তিনি।
তারকা ফুটবলার হয়ে সৌদি ক্লাবে যোগ দেওয়া মানেই কাড়ি কাড়ি অর্থ। নেইমারও তাঁর ব্যতিক্রম নন। আল হিলাল থেকে বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন তিনি। রোনালদো, বেঞ্জেমাদের থেকে এ পরিমাণ কম হলেও আনুষঙ্গিক আরও অনেক সুবিধাই আদায় করে নিবেন নেইমার। এর মাঝে বিশাল বাড়ি যেমন আছে, ঠিক তেমনি আছে একাধিক স্পোর্টস কার, ব্যক্তিগত সহকারী এবং বিমানও।
বেতনের বাইরে আর কি কি চাহিদা পূরণের শর্তে সৌদি ক্লাবটিতে যোগ দিয়েছেন নেইমার তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের দ্য সান। তাতে দাবী করা হয়েছে, ক্লাবটির কাছে বিশাল একটি একটি বাড়ি চেয়েছেন নেইমার যাতে থাকবে কমপক্ষে ২৫ টি কক্ষ। সেলেসাও তারকা সবসময় বন্ধু-বান্ধব্দের নিয়ে আড্ডার পরিবেশে থাকতে পছন্দ করেন বলেই এমন চাওয়া। সেই বাড়িতে বেশ বড় মাপের একটি সুইমিং পুল রাখার শর্তও দিয়েছেন এই তারকা।
এছাড়াও নিজের লাতিন আমেরিকান সঙ্গীদের পছন্দের খাবার গুয়ারানা রান্না করার জন্য নিজে ব্রাজিলিয়ান রাধুনীও নিয়ে যাবেন তিনি, তবে তাকে সাহায্য করার জন্য সহকারী দিতে হবে আল হিলালকে। এছাড়া আরও ৪ জন সহকারী দিতে হবে নেইমারকে সাহায্য করার জন্য।
নেইমারের চাহিদা এখানেই শেষ নয় বলেও জানিয়েছে দ্য সান। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক বিলাসবহুল গাড়ি চেয়েছেন আল হিলালের কাছে। এসবের মধ্যে আছে বেন্টলি কন্টিনেন্টাল জিপ, এস্টন মার্টিন, মার্সিডিজ এবং ল্যাম্বরগিনিও। সার্বক্ষণিক একজন চালক তাঁর জন্য দিতে হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে এসবের বাইরে নেইমার যে নিজের অবসরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন এসবের খরচও ক্লাবকেই বহন করতে হবে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যমটিতে। দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে তাঁর যা খরচ হবে সে সবের বিলের কহপরচই আল হিলালের কাছে চলে যাবে বলে জানা গেছে প্রতিবেদনটি থেকে।
এদিকে নেইমারের ব্যবহারের জন্য একটি ব্যক্তিগত বিমানও দিতে হবে জানিয়েছে সানের প্রতিবেদন। ব্রাজিলিয়ান তারকা নিজে বা পরিবার নিয়ে যেখানেই যান না কেনও সেই বিমানে করেই তিনি যাবেন বলে জানিয়েছে তারা।
এছাড়াও, আল হিলালে থাকা অবস্থায় নেইমার সৌদি আরবের পর্যটনকে তুলে ধরে সামাজিক যগাযগমাধ্যমে এমন যে কোনো পোস্টের জন্য তিনি পাঁচ লাখ ইউরো পাবেন বলেও জানা গেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে।