দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজারসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ অবস্থায় বন্যা ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। আগামী ২২ আগস্টের মধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের।
অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে পরিচালক অধ্যাপক মো. আমির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি আঞ্চলিক উপপরিচালকদের পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, অতিবৃষ্টি ও বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ক্ষতিগ্রস্ত শ্রেণীকক্ষের সংখ্যা, পাঠদান চালানো সম্ভব হচ্ছে কি-না ইত্যাদি তথ্য নির্ধারিত ছকে অন্তর্ভুক্ত করে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের।
চিঠিতে আরও বলা হয়, বর্ষায় অতিবৃষ্টির কারণে উজান থেকে পানি নেমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। আঞ্চলিক উপপরিচালকদের তার আওতাধীন জেলা বা উপজেলায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্যাকবলিত থাকলে তার তথ্য ও শিক্ষার্থীর তথ্য সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের ই-মেইলে ([email protected]) আগামী ২২ আগস্টের মধ্যে পাঠাতে অনুরোধ করা হলো।