লম্বা বিরতি ভেঙে পর্দায় ফিরেছেন বলিউড তারকা সানি দেওল। ‘গদর’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘গদর ২’ নিয়ে এসেছেন তিনি। মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে তাণ্ডব চালাচ্ছে ছবিটি। এবার ঘটেছে বিপত্তি। ‘গদর ২’চলাকালীন সিনেমা হলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বেধড়ক মার খেয়েছেন এক দর্শক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সিনেমা হলে ‘গদর ২’চলছিল। এ সময় আচমকা চিৎকার করে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে ওঠেন এক দর্শক। বাকি দর্শকরাও প্রতিদান দিতে দেরি করেননি। মুহূর্তের মধ্যে পাকিস্তান ওই বন্দনাকারীর ওপর ঝাপিয়ে পড়েন তারা। উত্তমমধ্যম দেওয়া শুরু করেন তাকে। তবে ঘটনাটি কোথায় ঘটেছে— সে তথ্য পাওয়া যায়নি।
‘গদর ২’সিনেমা চলাকালীন আরও এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ভারতের নয়ডার লজিক্স মলে রোববার (১৩ আগস্ট) পরপর ৪বার বন্ধ হয়ে যায় স্ক্রিনিং। এতে মেজাজ হারান দর্শকরা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‘গদর’ ছবিতে তারা সিংহের চরিত্রে দেখা গিয়েছিল সানিকে। তার বিপরীতে শাকিনা চরিত্রে ছিলেন আমিশা প্যাটেল। দ্বিতীয় কিস্তিতেও আমিশাকে দেখা গেছে সানির বিপরীতে। ছবিটি নির্মাণ করেছেন অনীশ শর্মা। দুই দিনে ৮৪ কোটি ব্যবসা করেছে এ ছবি।