চলে যাওয়ার দুই যুগ পরও ঢালিউড অভিনেতা জসীম আগের মতোই জনপ্রিয়। এখনও তার সিনেমা মুগ্ধ করার পাশাপাশি কাঁদায় দর্শকদের। আজ ১৪ আগস্ট ঢাকাই সিনেমার এ সুপারস্টারের জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। চলুন বিশেষ দিনটিতে জেনে নেওয়া যাক— দর্শকপ্রিয় এ নায়কের সন্তানেরা কে কোথায় আছেন, কী করছেন।
জসীমের তিন ছেলে— এ কে রাহুল, এ কে রাতুল এবং এ কে সামী। দুই যুগ ধরে প্রয়াত বাবার স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন তারা। তবে তাদের কেউই বাবার পদাঙ্ক অনুসরণ করেননি। বরং নিজেদের থিতু করেছেন সংগীতাঙ্গনে।
রাহুল, রাতুল, সামী— তিনজনই ব্যান্ডসংগীতের সঙ্গে যুক্ত। রাহুল আছেন দুটি ব্যান্ডের সঙ্গে। ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট এবং ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার হিসেবে কাজ করছেন। অন্যদিকে রাতুল ও সামী একই ব্যান্ডের সদস্য। ‘ওইনড’নামের ব্যান্ডের ভোকালিস্ট ও বেজিস্ট হিসেবে আছেন রাতুল এবং সামী ড্রামার সামলান।
জসীমের ছেলেদের মধ্যে সামাজিক মাধ্যমে রাহুলের পরিচিতিটা অন্য দুই ভাইয়ের তুলনায় বেশি। মাঝে মাঝেই তার বিভিন্ন সাক্ষাৎকারের অংশ বিশেষ দেখা যায়। ওই আলাপনগুলোতে বাবার স্মৃতিচারণা করতেও দেখা যায় তাকে।
১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা যান জসীম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। তার অকাল প্রয়াণে শোকে মুহ্যমান হয়ে পড়েছিল ঢলিউড। অনুরাগীরাও ভেঙে পড়েছিলেন প্রিয় নায়ককে হারানোর শোকে।