রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসের

ক্রিস্টিয়ানো রোনালদো যে এখনো ফুরিয়ে যাননি, বরং এখনো যে ট্রফি জেতার ক্ষুধা এবং সামর্থ্য দুই ই আছে। সে কথাটাই প্রমাণিত হল আরো একবার। গতকাল আরব কাপের ফাইনালে পিছিয়ে পড়েও পর্তুগীজ মহাতারকার জোড়া গোলেই জয় পেয়েছে সৌদি ক্লাবটি।

আল হিলালের বিপক্ষে ম্যাচের তখন ৭১ মিনিট। আল নাসের ইতিমধ্যেই এক গলে পিছিয়ে আছে। সেই সময়ে রেফারি লাল কার্ড দেখানোয় দশজনের দলে পরিণত হলো রনালদোর দল। কিন্তু দলে যখন পরাজয়ের শঙ্কা ভর করেছে ঠিক তখনই স্বরঊপে ধরা দিলেন টানা তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই তারকা। ৭৪ মিনিটে দুর্দান্ত নিপূণতায় গোল করলেন তিনি। ফলে ম্যাচে ১-১ সমতায় ফিরলো তাঁর দল।

এরপর দুই দলই গোলের দেখা পেতে মরিয়া হয়েই চেষ্টা করলেও সফল হয়নি কেউ। ফলে নির্ধারিত নব্বই মিনিটের পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে এখানেই আরো একবার রোনালদো ম্যাজিক। একজন কম নিয়েও ৯৮ মিনিটে আবারো লক্ষ্যভেদ করেন পর্তুগীজ এই কিংবদন্তী। ফলে এক গোলে এগিয়ে যায় আল নাসের।

এরপর ম্যাচের ১১৪ মিনিটে পায়ে চোট পেয়ে রোনালদোকে মাঠ ছেড়ে যেতে হলেও জয় হাতছাড়া হয়নি তাঁর দলের। ফলে অতিরিক্ত সময়ের পর জয়ী হয় ক্লাবটি। কিংস কাপ নামে পরিচিত ৪২ বছরের পুরনো এই টুর্নামেন্টে এবারই আল নাসের প্রথম এই শিরোপা জিতলো। আর সৌদি ক্লাবটিতে যোগ দেয়ার পর এটিই সিআরসেভেনের প্রথম শিরোপা।

 

Related Posts

খেলা আফ্রিকায় স্বর্ণ জিতল বাংলাদেশি কারাতেকা dhaka-post জ্যেষ্ঠ প্রতিবেদক ১ ডিসেম্বর ২০২৪, ১৩:০৭ আফ্রিকায় স্বর্ণ জিতল বাংলাদেশি কারাতেকা কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিল বাংলাদেশ। বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য টুর্নামেন্টের ভেন্যু দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করা হয়। ডারবানে চলমান কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কারাতেকা একটি স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছেন। বিজ্ঞাপন আদাম চৌধুরী ৫২ কেজি ক্যাডেট কুমিতে স্বর্ণপদক ও ব্যক্তিগত কাতা ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ। কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। কমনওয়েলথে কারাতে চ্যাম্পিয়নশিপে কোচ হিসেবে রয়েছেন মুস্তাক চৌধুরী। যিনি স্বর্ণজয়ী আদামের বাবা। কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে ভেটেরানরাও অংশগ্রহণ করে। এসএ গেমসে বাংলাদেশের পদকজয়ী কারাতেকা সৈয়দ নুরুজ্জামান ভেটেরান ইভেন্টে স্বর্ণ জেতেন। বিজ্ঞাপন এজেড/এএইচএস বিজ্ঞাপন ঢাকা পোস্ট ভিডিও আরও পড়ুন প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন এমবাপে, যা বলছেন আনচেলত্তি প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন এমবাপে, যা বলছেন আনচেলত্তি বিসিবির তারুণ্যের উৎসবে বিপিএলের মাস্কট উন্মোচন বিসিবির তারুণ্যের উৎসবে বিপিএলের মাস্কট উন্মোচন ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন তামিম ইকবাল ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন তামিম ইকবাল ‘১০ জন’ নিয়েও চ্যাম্পিয়ন, জায়গা নিশ্চিত করল বিশ্বকাপে ‘১০ জন’ নিয়েও চ্যাম্পিয়ন, জায়গা নিশ্চিত করল বিশ্বকাপে সম্পাদক: মহিউদ্দিন সরকার গোপনীয়তার নীতি ব্যবহারের শর্তাবলি যোগাযোগ আমাদের সম্পর্কে আমরা আর্কাইভ বিজ্ঞাপন ৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২। +৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮ +৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২ +৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০ [email protected] আফ্রিকায় স্বর্ণ জিতল বাংলাদেশি কারাতেকা

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.