বাংলাদেশের ক্রিকেটে কদিন ধরেই সবথেকে বড় আলোচনায় বিষয় ছিল কে হতে চলেছেন টাইগারদের পরবির্তী ওয়ানডে অধিনায়ক। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে আজ। শুক্রবার দুপুরে নিজ বাসভবনে বিসিবি সভাপতি একদিনের ক্রিকেটে লাল-সবুজের দলের নেতা হিসেবে ঘোষণা করেছেন সাকিব আল হাসানের নাম।
সাকিব অধিনায়ক হতে পারেন এ কথা আগেও বলেছিলেন বিসিবি সভাপতি। দেশসেরা অলরাউন্ডারকে অধিনায়ক হিসেবে মনোনীত করা সবথেকে সহজ কাজ হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি। তবে কয়েকদিন আগে নেতৃত্ব ঠিক করতে বিসিবির জরুরী সভায়ও কোনো সিদ্ধান্ত না আসায় নানান আলোচনা ডালপালা মেলেছিল।
সাকিব অধিনায়ক হতে চান না এমন কথা ভেসে বেড়াচ্ছিলো। কেন অধিনায়ক হতে চান না এমন গুঞ্জনে কারণ হিসেবে অনেকেই বলেছিলেন, দেশসেরা অধিনায়ক আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। আজ বিসিবি সভাপতিকেও প্রশ্ন করা হয়েছিল এ প্রসঙ্গে।
আজ সাকিবকে আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়ে নাজমুল হাসান পাপন জানান, দীর্ঘমেয়াদে সাকিব অধিনায়কত্ব করবেন কিনা তা নিয়ে এখনো আলোচনা হয়নি। সাকিব দেশে আসলে তা নিয়ে কথা বলা হবে। তবে আসন্ন দুই মেগা টুর্নামেন্টে তাঁর অধীনেই খেলবে দেশ।
এদিকে সাকিবের চেয়ে বেশি সিরিয়াস দেশের ক্রিকেটে এখন আর কেউ নেই এমন কথাও বলেছেন বিসিবি বস। তিনি বলেন, ‘ওর পটেনশিয়াল নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা জিনিস খুব ভালো লাগছে আমার। সেটা হচ্ছে সাকিবকে নিয়ে আমার যে সন্দেহ ছিল, এটা আমার ব্যক্তিগত কথা, সে কতটা সিরিয়াস, কোন খেলাটা খেলবে কিংবা খেলবে না…। এখন দেখছি, ওর চেয়ে সিরিয়াস কেউ নেই ক্রিকেট নিয়ে।’
আবার অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করার দিনে আজ পাপনকে জিজ্ঞেস করা হয়েছিল সাকিব নির্বাচন করবেন কিনা এ প্রসঙ্গেও। জবাবে তিনি বলেন, ‘আমি জানি না এখন অবধি। এটা গতবারও শুনেছিলাম। এটা পুরোপুরি দুই পক্ষের ব্যাপার। প্রথম হচ্ছে দল কী সিদ্ধান্ত নেবে। আমার জানা মতে এখন আমরা যারা এমপি আছি, আমরাও নিশ্চিত না পাব কিনা। সাকিবেরটা বলবো কিভাবে!’
এদিকে ১৯ দিন বাদেই শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। আগামীকাল এ টুর্নামেন্টের জন্য দল ঘোষণার শেষদিন। আর কালই আসন্ন এ আসরের জন্য টাইগারদের ১৭ সদস্যের দল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি।