গত মৌসুমের ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি নতুন মৌসুমও শুরু করলো চেনা ছন্দে থেকেই। ২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে গতকাল বার্নলির মুখোমুখি হয়েছিল পেপ গার্দিওলার দল। আর তাতে ৩-০ গোলের জয় পেয়েছে তারা যাতে জোড়া গোল করে দুর্দান্ত অবদান রেখেছেন আর্লিং হলান্ড।
নরওয়েজিয়ান তারকা হলান্ড সিটির হয়ে গত মৌসুমেও প্রথম ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। এবারও তাঁর ব্যতিক্রম নয়। বার্নলির বিপক্ষে ম্যাচের শুরুতেই তার গোলেই এগিয়ে যায় সিটি।
দলবদলের মৌসুমে নতুন ফুটবলারদের দলে ভেড়ালেও কালকের ম্যাচের জন্য গার্দিওলা আস্থা রেখেছিলেন পুরনোদের উপরই। আর তাঁর দুর্দান্ত প্রতিদানই দিয়েছেন শিষ্যরা। ম্যাচের চতুর্থ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে যান হলান্ড। দলকে লিড এনে দেয়া এ গোলটি প্রিমিয়ার লিগে হলান্ডের ৩৭তম গোল।
এদিকে শুরুতে পিছিয়ে প্রলেও দমে যায়নি গার্দিওলার সাবেক শিষ্য ভিনসেন্ট কোম্পানির দল। বেশ কয়েকবারই দুর্দান্ত আক্রমণে সিটির রক্ষণে ভয় ধরিয়েছে দলটি। তবে শেষ রক্ষা হয়নি। এদিকে ম্যাচের ৩৬ মিনিটে দলকে আরও কবার এগিয়ে দেন হলান্ড। আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেসের দেয়া পাসে দ্বিতীয়বারের মত লক্ষ্যভেদ করেন তিনি।
এদিকে প্রথমার্ধ্বেই দু গোলে এগিয়ে যাওয়া সিটি দ্বিতীয়ার্ধ্বেও নিজেদের চেনা ছন্দই ধরে রাখে। ফলে এ ম্যাচে তাদের জয় ছিল নিশ্চিতই। ৭৫ মিনিটে আরও এক গোলে শুধু জয়ের ব্যবধানই বাড়িয়েছেন রদ্রি। ফলে শেষ পররযন্ত নিজেদের প্রথম ম্যাচেই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়নরা।