তার প্রচারাভিযান দলের একজন সদস্য স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ভিলাভিসেনসিও যখন একটি গাড়িতে উঠছিলেন তখন এক ব্যক্তি এগিয়ে এসে তার মাথায় গুলি করে।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো প্রতিশ্রুতি দিয়েছেন যে এ হত্যাকাণ্ডের জন্য শাস্তি দেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিলাভিসেনসিও (৫৯) তিনবার গুলিবিদ্ধ হন।
দেশটির অ্যাটর্নি জেনারেল সোশ্যাল মিডিয়ায় বলেছেন, সন্দেহভাজন ঘাতককে গুলি করা হয়েছিল। ওই গুলির আঘাতের কারণেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বিধানসভা প্রার্থী এবং দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
ইকুয়েডরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।