তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫১ জন। তিউনিসিয়ার বিচার বিভাগীয় এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন।
কেরকেনাহ দ্বীপের কাছে সাগরে থাকা নৌকাটির সব অভিবাসীই সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর বলে জানান তিউনিসিয়ার ওই কর্মকর্তা। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে রয়টার্স।
তিউনিসিয়ার উপকূলরক্ষীরা এই বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত অভিবাসীদের ৯০১টি মৃতদেহ উদ্ধার করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই মাসে বলেছেন, দেশটির উপকূলে অভূতপূর্ব সংখ্যক অভিবাসী প্রাণ হারাচ্ছেন।
প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর বহু মানুষ দারিদ্য ও সংঘাতময় জীবন থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তাদের জন্য তিউনিসিয়ার উপকূলরেখা প্রধান এক্সিট পয়েন্ট হয়ে উঠেছে।