মাত্র তিন কর্মদিবসে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আরও ২৪ হাজার ২০৮ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বাতিল করা হয়েছে।
বার্ষিক সার্ভিস চার্জ বা নবায়ন ফি না দেওয়ায় ব্রোকারেজ হাউজগুলোর মাধ্যমে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল) এই বিও হিসাবগুলো বাতিল করেছে।
সিডিবিএলের তথ্যমতে, গত ৩০ জুন সকালে বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা ছিল ১৭ লাখ ৬৭ হাজার ৫৫০টি। সেখান থেকে গত তিনদিনে আরও ২৪ হাজার ২৯৮টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৩ হাজার ২৫২টিতে।
এ নিয়ে চলতি বছরের প্রথম একমাসে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব বাতিল হলো ১ লাখ ১৭ হাজার ৫২২টি।
এর আগে চলতি বছরের ৩০ জুন বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৮ লাখ ৬০ হাজার ৭৭৪টি। আর ১ আগস্ট বিও হিসাব কমে দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৩ হাজার ২৫২টিতে।