মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকেরা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (১ আগস্ট) রাতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানিয়েছেন তারা।
এর আগে বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা ২১ দিন অবস্থান কর্মসূচির পর দাবি আদায় না হওয়ায় আমরণ অনশনে বসেন শিক্ষকরা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে বসেন শিক্ষকরা। এ সময় তাদের শরীরে কাফনের কাপড় জড়ানো দেখা যায়।
বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ রাতে গণমাধ্যমকে বলেন, বৈঠকে জানানো হয় জাতীয়করণ সংক্রান্ত বিষয়ে যে দুটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে তাতে তাদেরও অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া সরকারি–বেসরকারি বৈষম্য দূর করার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে আর্থিক বিষয়টি নির্ধারণ করার পর প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন। এই অবস্থায় তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ক্লাসে ফিরবেন বলেও জানিয়েছেন শিক্ষকরা।
জানা গেছে, ওই বৈঠকে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার এবং শিক্ষাবিষয়ক উপ-কমিটির সদস্য ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান উপস্থিত ছিলেন।