হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে। সুস্মিতা এক সাক্ষাৎকারে বলেন, আমার স্বাস্থ্যে অনেকটাই পরিবর্তন এসেছে। যার ফলে জীবনকে দেখার একটা নতুন দৃষ্টিকোণ পেয়েছি। এটি আমার জীবনের এমন একপর্যায়, যা অনেক কিছু শিখিয়েছে। আমাকে আরও বেশি দায়িত্বশীল করেছে, আরও বেশি নির্ভীক ও সতর্ক হয়েছি। নিজেকে ভাগ্যবতী বলে মনে হয়, জীবনের এই দিকটা দেখতে পাওয়ার জন্য।
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি শুটিং চলাকালে শারীরিক অস্বস্তি অনুভব করেন সুস্মিতা সেন। কাজের ফাঁকে অভিনেত্রী হঠাৎ জানান, তার বুকে ব্যথা হচ্ছে। তখনই একজন চিকিৎসককে দিয়ে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তার। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়।
পরে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞরা তাকে দেখে জানান, অস্ত্রোপচার করা প্রয়োজন। সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে হার্টে স্টেন্ট বসানো হয়। আরও একদিন পর্যবেক্ষণে রাখার পর ১ মার্চ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাকে। সুস্মিতার অসুস্থতার জন্য মাঝে কাজ বন্ধ হয়ে গেলেও সুস্থ হয়ে শেষ করেন ‘আরিয়া ৩’-এর শুটিং। সম্প্রতি মুক্তি পেয়েছে তার আসন্ন ছবি ‘তালি’র ট্রেলার। শিগগিরই শুরু হবে প্রচারণা। সব মিলিয়ে এখন কাজে ডুবে আছেন।