ঢাকার প্রবেশ পথে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলা ও নির্যাতনের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি।
সোমবার (৩১ জুলাই) দুপুরে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে কথাকাটি হয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে। সাময়িক উত্তেজনা দেখা দিলেও পরে সেখানে বিক্ষোভ ও সমাবেশে করে তারা।
বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুননবী ডন, যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়নসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এসময় বিএনপি’র নেতারা বলেন, ২৯ জুলাইয়ের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে অশান্তিতে পরিণত করেছে আওয়ামী লীগ ও পুলিশ। নেতাকর্মীদের অকারণে মারধর আর নির্যাতন করেছে পুলিশ। সেই নির্যাতনে পুলিশের সাথে ছাত্রলীগ, যুবলীগের গুণ্ডারা অংশ নেন। বিএনপির সিনিয়র নেতাদেরও ছাড় দেয়নি পুলিশ। অনেককে ধরে নিয়ে গেছে। বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানান নেতাকর্মীরা। সেই সঙ্গে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে অংশ নেন রংপুর মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।