কয়লা সংকটের কারণে আবারও বন্ধ হয়ে গেছে কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।
শনিবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে চারটার দিকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তবে এ বিষয়ে কথা বলার জন্য একাধিক দায়িত্বশীল কর্মকর্তাকে ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।
এর আগে গত ১৬ জুলাই দুপুর ১টা ৪৩ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে চার দিন বন্ধ থাকার পর গত ২০ জুলাই দুপুর থেকে আবারও উৎপাদন শুরু হয়।
কেন্দ্রটির তথ্য অনুযায়ী, ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ১৩২০ মেগাওয়াট। এই বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট আছে, যার প্রতিটি ৬৬০ মেগাওয়াটের।
দুটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটি গত বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যিক উৎপাদনে আসে। এরপর থেকে বেশ কয়েকবার কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে বন্ধ হয়ে যায় প্রথম ইউনিটের উৎপাদন।