রাজধানীর প্রবেশমুখ আব্দুল্লাহপুরে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকসহ বিএনপির ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে উত্তরার জসিমউদ্দীন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টার দিকে সেখানে জড়ো হয় বিএনপির নেতা-কর্মীরা। এতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরে সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে যোগ দেয়। এ সময় তিন পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে দুই সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান গণমাধ্যমকে বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ ও আওয়ামী লীগ দফায় দফায় আমাদের ওপর হামলা করেছে। ট্রাফিক উত্তরা বিভাগের পুলিশ কমিশনার আসাদুজ্জামান বলেন, এখনে বিএনপির অবস্থান কর্মসূচি পালনের অনুমতি ছিল না। জনসাধারণের ভোগান্তি এড়াতে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।